ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গাংনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
গাংনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব- ১৭ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে গাংনী ফুটবল মাঠে এ খেলার উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোসেন।

উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য মকবুল হোসেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার বানু, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

আরও উপস্থিত ছিলেন- গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দনাথ সরকার, গাংনী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও গাংনী উপজেলা মহিলা যুবলীগের সভাপতি শাহানা ইসলাম শান্তনা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসানুল্লাহ মহন, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিসি আনোয়ার হোসেন বলেন, যুব সম্প্রদায়ক গড়তে ও ভিশন ২১ ও ৪১ বাস্তবায়ন করতে এবং মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।  দেশ ও নিজেকে বিশ্বের বুকে তুলে ধরতেও খেলাধুলার কোনো বিকল্প নেই।  

এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রথমদিনের খেলায় তেঁতুলবাড়িয়া ইউপি ফুটবল একাদশ ৩-১ গোলে রাইপুর ইউপি ফুটবল একাদশকে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।