ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জরিমানা দিয়ে কারাদণ্ড মাফ পেলেন মার্সেলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
জরিমানা দিয়ে কারাদণ্ড মাফ পেলেন মার্সেলো জরিমানা দিয়ে কারাদণ্ড মাফ পেলেন মার্সেলো-ছবি: সংগৃহীত

ইউরোপীয় ফুটবলারদের নামের পাশে কর ফাঁকি নতুন কিছু নয়। বার্সেলোনার লিওনেল মেসি, একই ক্লাবে থাকাকালীন নেইমার, রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধেও একাধিকবার কর ফাঁকির অভিযোগ উঠেছে। বাদ যায়নি রিয়ালের হয়ে খেলা আরেক তারকা মার্সেলোও।

সম্প্রতি ব্রাজিলের তারকা ডিফেন্ডার মার্সেলোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়। স্পেনের আদালতের রায় অনুযায়ী তাকে চার মাসের জন্য কারাভোগ করতে হবে।

তবে এই কারাদণ্ডের পরিবর্তে ৭ লাখ ৫৩ হাজার ৬২৪ ইউরো জরিমানা দিলে মাফ পাবেন তিনি। এই শর্তে রাজিও হয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

বাংলাদেশের টাকায় হিসেবে জরিমানার অঙ্ক দাঁড়ায় প্রায় ৭ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকা। যদিও আগেই সমঝোতার মাধ্যমে ৪০ শতাংশ সাজা মওকুফ পেয়েছেন মার্সেলো।

স্প্যানিশ আইন অনুযায়ী, কোনো ব্যক্তির দুই বছর বা তার নিচে কারাদণ্ডাদেশ হলে এবং সেটি যদি প্রথম অপরাধ হয় তবে তাকে জেলে যেতে হবে না, পর্যবেক্ষণে থাকলেই চলবে। তাই এই আইনের আওতায় জেলে যেতে হবে না মার্সেলোকে।

রিয়ালের ৩০ বছর বয়সী এই তারকার বিপক্ষে অভিযোগ ওঠে, বৈদেশিক ফার্মের সহযোগিতায় ৪ লাখ ৯০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৭৬ লাখ ১৮ হাজার টাকা) আয় করেন তিনি। কিন্তু কোনো কর দেননি।

স্প্যানিশ ফুটবলে এর আগে মেসি-রোনালদো-নেইমার ছাড়াও ডি মারিয়া, লুকা মদ্রিচ, হাভিয়ের মাচেরানোরাও বিভিন্ন সময় কর ফাঁকির ঝামেলায় জড়িয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।