ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদো নয়, মেসিকেই বেছে নিতেন পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
রোনালদো নয়, মেসিকেই বেছে নিতেন পেলে পেলে-ছবি: সংগৃহীত

নিজে দল গঠন করলে সে দলে রোনালদোকে না নিয়ে মেসিকেই বেছে নিতেন বলে মন্তব্য করলেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার পেলে।

ভারতে ‘লিডারশিপ সামিট ২০১৮’এ অংশ নেওয়ার ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় একথা বলেন বিশ্বকাপজয়ী সাবেক ব্রাজিল অধিনায়ক। নিজের দলে রোনালদোকে না নিয়ে মেসিকে বেছে নেওয়ার কারণ হিসেবে পেলে বলেন, 'মেসি অনেক বেশি গোছানো।

তবে মেসি আর রোনালদোর মধ্যে তুলনা করা যে কঠিন তাও জানালেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি, 'মেসি আর রোনালদোর খেলার ধরন একেবারেই ভিন্ন। অনেকেই আমাকে জর্জ বেস্টের সঙ্গে তুলনা করে কিন্তু আমাদের খেলার ধরন ছিল আলাদা। রোনাদলো একজন সেরা সেন্টার ফরোয়ার্ড আর মেসি অনেক গোছানো। '

ব্রাজিলের ‘ফুটবল সম্রাট’ আরও বলেন, 'আমাকে যদি আমার দলের জন্য বেছে নিতে হয় তাহলে আমি রোনালদোর জায়গায় মেসিকে বেছে নেব। '

ভারতীয় ফুটবল কিংবদন্তি বাইচুং ভুটিয়াকে দেওয়া ওই সাক্ষাৎকারে তার ফুটবলীয় অনুপ্রেরণা সম্পর্কে পেলে বলেন, 'আমার বাবা একজন ভালো সেন্টার-ফরোয়ার্ড ছিলেন। তিনি আমাকে খেলা শিখিয়েছেন। তিনি আমাকে তার চেয়ে তিন গুণ বেশি গোল করতে বলেছিলেন। আমার বাবাই সেই ব্যক্তি যিনি আমাকে ফুটবল খেলতে উৎসাহিত করেছিলেন। তিনিই আমার অনুপ্রেরণা। '

রিয়াল মাদ্রিদ থেকে এই মৌসুমেই জুভেন্টাসে পাড়ি দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে মাঠে নেমে ৩ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। অন্যদিকে বার্সার হয়ে এই চলতি মৌসুমে ৮ ম্যাচে ১০ গোল আর ৪ অ্যাসিস্ট করেছেন মেসি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।