প্রথম ম্যাচে বিজেএমসিকে ৩-১ গোলে হারানো সাইফ স্পোর্টিং ক্লাব সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বিজেএমসি ও ব্রাদার্স।
তবে উজবেকিস্তান মিডফিল্ডার ওতাবেক প্রথমার্ধের ইনজুরি সময়ে, ৫৪ মিনিট ও ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে দলের জয় নিশ্চিত করেন। এবারের আসরে এটেই প্রথম হ্যাটট্রিক। মাঝে ৫১ মিনিটে অবশ্য লিওনার্দোর ক্রস ঝাঁপিয়ে পড়ে হেডে ব্রাদার্সকে সমতায় ফিরিয়েছিলেন সান্তোস। কিন্তু ওতাবেকের হ্যাটট্রিকের তাদের আর ম্যাচে ফেরা হয়নি।
এই গ্রুপের শেষ ম্যাচে ব্রাদার্স বনাম সাইফ এর ম্যাচ ড্র হলে সেরা চারে উঠে যাবে সাইফ ও বিজেএমসি। ব্রাদার্স জিতলেও সুযোগ থাকবে বিজেএমসি ও সাইফের। সে ক্ষেত্রে মেলাতে হবে গোল পার্থক্যসহ অনান্য সমীকরণ।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৮
এমএমএস