ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জুভেন্টাসের জয়রথ ছুটছেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
জুভেন্টাসের জয়রথ ছুটছেই ক্রিশ্চিয়ানো রোনালদো, ছবি: সংগৃহীত

ঢাকা: মারিও মান্দজুকিচের একমাত্র গোলে সিরি 'আ'র ম্যাচে ইন্টার মিলানকে হারিয়ে জয়ের ধারা অক্ষুণ্ণ রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে ইন্টার মিলানের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছে জুভেন্টাস।

এদিকে গত কয়েক মৌসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে পুরনো রূপে ফিরেছে মিলানের ক্লাবটি।

দারুণ দক্ষতায় বসেছে লিগ টেবিলের তৃতীয় স্থানে। ইন্টার মিলানের অসাধারণ খেলায় অনেকটা হিমশিম খেয়েই নিজেদের মাঠে জয়ের মুখ দেখেছে রোনালদোরা। সিরি ‘আ’তে এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে স্বাগতিকরা।

খেলায় ১০ মিনিটে গোলের প্রথম সুযোগটি পায় জুভেন্টাস। বাম পাশ থেকে রোনালদোর ক্রস ডি-বক্সের মাঝ বরাবর পেয়ে হেড করেন পাওলো দিবালা। গোলরক্ষকের আঙুল ছুঁয়ে ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায় বল।

এরপর ২৯ মিনিটে গোলের সুযোগ হারায় মিলান। ইতালিয়ান মিডফিল্ডার গালিয়ার্দিনির শট গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও বাধা হয়ে দাঁড়ায় গোল পোস্ট। এরপর ৩৬ মিনিটের মাথায় উল্লেখযোগ্য গোলের সুযোগ পায় জুভেন্টাস। জর্জো কিয়েল্লিনির হেড ঝাঁপিয়ে ঠেকান মিলানের গোলরক্ষক সামির হান্দানোবিচ।

দ্বিতীয়ার্ধেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। খেলার ৬৬ মিনিটের মাথায় মারিও মান্দজুকিচের জোরালো হেডে গোলের দেখা পায় জুভেন্টাস। চলতি মৌসুমে সিরি আ'তে ক্রোয়াট ফরোয়ার্ডের সপ্তম গোল এটি।

এরপর থেকে জ্বলে ওঠে মিলান। গোল পেতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু রক্ষণভাগে ভিত গড়ে তোলে জুভেন্টাস। তা ভাঙতে পারেনি ১৮ বারের লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলান।

১৫ ম্যাচে ১৪ জয় ও ১ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলি। জুভেন্টাসের সমান ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
এমএএম/ওএইচ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।