ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বেলের গোলে রিয়ালের কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
বেলের গোলে রিয়ালের কষ্টের জয় রিয়াল মাদ্রিদের জয়। ছবি: সংগৃহীত

নবাগত দল হুয়েস্কার বিপক্ষে এক প্রকার ঘাম ঝরিয়ে জিতল রিয়াল মাদ্রিদ। লা লিগার রোববারের (৯ ডিসেম্বর) ম্যাচে প্রতিপক্ষের মাঠে গ্যারেথ বেলের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় সোলারির দল।

ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে থাকলেও খুব বেশি গোলের সম্ভাবনা জাগাতে পারেনি বেলরা। ম্যাচের অষ্টম মিনিটে আলভারো ওদ্রিওজোলার বাড়ানো বল কোনাকুনি ভলিতে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান বেল।

ম্যাচের একমাত্র গোল এটি।

নিজেদের মাঠে রিয়ালের মতো দলকে বেশ খাটিয়েছে হুয়েস্কা। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়াকেও বেশ কয়েকবারই পরীক্ষা দিতে হয়। ম্যাচের ১৭ মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে জোরালো শট নেন হুয়েস্কার ফরোয়ার্ড এসেকিয়েল আভিলা। কোনমতে তা ফেরাতে সক্ষম হন থিবো। তা না হলে ম্যাচ সমতায় চলে আসতো তখনই।

বিরতির পর গোলপোস্ট ফাঁকা পেরেও লক্ষ্যভ্রষ্ট শট করেন স্বাগতিকদের স্প্যানিশ মিডফিল্ডার গঞ্জালো মালেরো। ম্যাচের ৫৭ মিনিটে আরও একবার দলকে বাঁচান থিবো। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে রিয়াল। ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।