ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

সাইপ্রাসের কাছে বাজে হারে কিশোরদের শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৪, ডিসেম্বর ১১, ২০১৮
সাইপ্রাসের কাছে বাজে হারে কিশোরদের শুরু ...

সাইপ্রাসের কাছে ৪-০ গোলের বড় হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রীতি ফুটবল এই টুর্নামেন্টে তেমন কোনো প্রতিরোধই করতে পারেনি মোস্তফা আনোয়ার পাভেজের দল।

সোমবার (১০ ডিসেম্বর) বুরিমারিতে সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে হজম করে পিছিয়ে পড়ে কিশোররা। পরে ৬৭ মিনিটে কর্নার থেকে দ্বিতীয় গোল খাওয়ার তিন মিনিট পর আরেকটি গোলে ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি।

যোগ করা সময়ে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় সাইপ্রাস কিশোররা।

ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন্সের (উয়েফা) এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে ১২ ও ১৪ ডিসেম্বর যথাক্রমে মালদ্বীপ ও থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে দল। তিন ম্যাচ শেষে পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।