ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

উয়েফার সর্বকালের সেরা একাদশে মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
উয়েফার সর্বকালের সেরা একাদশে মেসি-রোনালদো উয়েফার সর্বকালের সেরা একাদশ-ছবি: সংগৃহীত

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা কর্তৃক ঘোষিত সর্বকালের সেরা একাদশে স্থান পেয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সেরা একাদশ বাছাইয়ে উয়েফার আয়োজিত ভোটাভুটি শেষে এই ফলাফল প্রকাশ করা হয়।

উয়েফার তালিকায় থাকা ১১ জনের ছয়জনই অবশ্য স্পেনিয়ার্ড। এই ছয়জন হলেন- ইকার ক্যাসিয়াস, জেরার্ড পিকে, কার্লোস পুয়েল, জাভি হার্নান্দেজ এবং আন্দ্রেস ইনিয়েস্তা।

তারা ইউরোপের বর্ষসেরার তালিকায় সবচেয়ে বেশিবার স্থান পেয়েছেন।

সেরা একাদশে মেসি, রোনালদো ছাড়াও স্থান পেয়েছেন ফরাসি গ্রেট থিয়েরি হেনরি, জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফিলিপ লাম ও সাবেক ইংলিশ তারকা স্টিভেন জেরার্ড। শেষের এই তিন তারকা স্প্যানিশ লিগে কখনোই খেলেননি।

উয়েফার সর্বকালের সেরা একাদশ

গোলরক্ষক
ইকার ক্যাসিয়াস

ডিফেন্ডার
কার্লোস পুয়েল, সার্জিও রামোস, জেরার্ড পিকে।

মিডফিল্ডার
জাভি হার্নান্দেজ, আদ্রেস ইনিয়েস্তা, ফিলিপ লাম, স্টিভেন জেরার্ড।

ফরোয়ার্ড
থিয়েরি হেনরি, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।