ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

থাইল্যান্ডকে রুখে দিলো কিশোর ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
থাইল্যান্ডকে রুখে দিলো কিশোর ফুটবলাররা অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবলাররা-ছবি: বাফুফে

উয়েফা আয়োজিত যুব ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।

বুধবার (১২ ডিসেম্বর) থাইল্যান্ডের বুরিরামে অনুষ্ঠিত ম্যাচের ৩৪ মিনিটে জোরালো হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মো. আশিকুর রহমান। ১০ মিনিট পরেই কর্নার কিক থেকে বল পেয়ে থাইল্যান্ডকে সমতায় ফেরান চান্নাপাত বাউফাল।

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে সাইপ্রাসের কাছে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশের কিশোররা।

ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন্সের (উয়েফা) এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে ১৪ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে মোস্তফা আনোয়ার পাভেজের দল। তিন ম্যাচ শেষে পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।