ঢাকা, মঙ্গলবার, ২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বুড়ো বয়সে জোড়া গোল করে রেকর্ডে রিবেরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
বুড়ো বয়সে জোড়া গোল করে রেকর্ডে রিবেরি ফ্রাঙ্ক রিবেরি-ছবি: সংগৃহীত

বয়স হয়েছে, কিন্তু শেষ হয়ে যাননি ফ্রাঙ্ক রিবেরি। যেন তাই প্রমাণ করলেন সাবেক ফরাসী তারকা। তার জোড়া গোলে এইনট্রাক্ট ফ্রাঙ্কফুটকে ৩-০ ব্যবধানে হারায় বায়ার্ন মিউনিখ। দলের হয়ে অন্য গোলটি করেন রাফিনহা।

প্রতিপক্ষের মাঠ কমের্জব্যাংক-অ্যারিনাতে আতিথিয়েতা নিতে গিয়ে ৩৫ ও ৭৯ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন রিবেরি। পরে ৮৯ মিনিটে জয়সূচক গোলটি করেন রাফিনহা।

এদিন ৩৫ বছর ২৫৯ দিন বয়সে জোড়া গোল করলেন রিবেরি। আর তাতেই দারুণ এক রেকর্ডে পা দিলেন তিনি। এত বেশি বয়সে জার্মান বুন্দেসলিগায় আর কোনো ফুটবলার জোড়া গোল করতে পারেননি।

এ জয়ে শীর্ষে থাকা বুরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ব্যবধান কমালো বায়ার্ন। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে বায়ার্ন। আর সমান ম্যাচে ডর্টমুন্ডের পয়েন্ট ৪২।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।