ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৫০ দিনের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
৫০ দিনের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

দুর্দান্ত ফর্মে থাকা অবস্থায়ই পড়লেন বড় ধরনের ইনজুরিতে। আর এই ইনজুরি হ্যারি কেইনকে মাঠ থেকে ছিটকে দিলো ৫০ দিনের জন্য।

প্রিমিয়ার লিগে ১৪ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকা নিজেকে সবার উপরে পৌঁছিয়েই ছিটকে গেলেন টটেনহ্যামের এই তারকা ফুটবলারকে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শেষ দিকে চোটা পান কেইন।

পরীক্ষায় ধরা পড়ে, বাঁ পায়ের আঙুলের লিগামেন্টে চিড় ধরা পড়েছে তার।  

আর এ কারনে অন্তত দেড় মাস  মাঠের বাইরে থাকতে হবে তাকে।  মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত আর মাঠে দেখা যাবে না বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই ফুটবলারকে।  

টটেনহ্যাম কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়,  ‘তার বাঁ পায়ের আঙুলের লিগামেন্টে চিড় ধরেছে। মেডিকেল স্টাফরা তাকে ভালোভাবে মনিটর করছেন। প্রায় চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। ’

তবে সাধারণত এই ধরনের ইনজুরি চার সপ্তাহে পুরোপুরি সেড়ে ওঠে না। পুরো সুস্থ হয়ে মাঠে ফিরতে হিসেবে  দেড় মাসের মতো লাগে।  

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।