ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সৈয়দপুর বিমানবন্দরে বসুন্ধরা কিংসকে বরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
সৈয়দপুর বিমানবন্দরে বসুন্ধরা কিংসকে বরণ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসকে বরণ করা হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) বিকেলে নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বসুন্ধরা কিংসের কর্মকর্তা ও খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা।

নীলফামারীর ঐতিহ্যবাহী শেখ কামাল স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার আসর ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৮-২০১৯’। বসুন্ধরা কিংসের হোম ভেন্যু হিসেবে স্বীকৃত শেখ কামাল স্টেডিয়ামে আগামী বুধবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে এ লিগের প্রথম খেলা।  

খেলায় গত আসরের বিপিএল চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের সঙ্গে লড়বে সদ্যসমাপ্ত স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। উভয় দলে রাশিয়া বিশ্বকাপ খেলা খেলোয়াড়সহ দেশি-বিদেশি তারকারা থাকছেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।