ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৭৫ মিলিয়নে বার্সায় দি ইয়ং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
৭৫ মিলিয়নে বার্সায় দি ইয়ং বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউয়ের সঙ্গে দি ইয়ং-ছবি: সংগৃহীত

৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আয়াক্স মিডফিল্ডার ফ্রেঙ্কি দি ইয়ংয়ের সঙ্গে চুক্তি করলো বার্সেলোনা। পাঁচ বছরের এই চুক্তিতে আগামী জুলাইয়ে যোগ দেবেন তরুণ এই তারকা। যেখানে তাকে দলে নিতে ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস ও পিএসজির মতো ক্লাবগুলো হাত বাড়িয়েছিল।

বর্তমানে ৭৫ মিলিয়ন হলেও পরবর্তীতে ২১ বছর বয়সী এই ডাচ ফুটবলারের জন্য আরও ১১ মিলিয়ন যুক্ত হতে পারে।

জানুয়ারির ট্রান্সফারে এ নিয়ে তৃতীয় ফুটবলারের সঙ্গে চুক্তি হলো বার্সার।

এর আগে কেভিন-প্রিন্স বোয়েটেং ও জেইসন মুরিওকে দলে ভেড়ায় কাতালানরা।

নেদারল্যান্ডস ক্লাব আয়াক্সের হয়ে ৬৫ ম্যাচ খেলা ইয়ং চলতি মৌসুমে তার দলকে চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোতে ওঠাতে দারুণ ভূমিকা রাখেন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।