ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ফুটবল

আত্মঘাতী গোলে জয় বঞ্চিত শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪০, ফেব্রুয়ারি ৯, ২০১৯
আত্মঘাতী গোলে জয় বঞ্চিত শেখ রাসেল ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে হ্যাটট্রিক জয়ের পর চতুর্থ জয় হাতের কাছে এসেও ধরা দিল না শেখ রাসেলের। সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত ১-১ ব্যবধানের সমতা নিয়ে মাঠ ছাড়ে দলটি।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ানো শেখ রাসেল ৭৯তম মিনিটে এগিয়ে যায়। আলেক্স রাফায়েল দি সিলভার কর্নারে উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশের হেডে বল জাল খুঁজে পায় ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেল।

কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি শেখ রাসেল। পাঁচ মিনিট পরেই দেইনের আন্দ্রেস করদোবার পাস নিয়ন্ত্রণে নিয়ে পার্কের বাড়ানো ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ইয়াসিন খান।

লিগে এখন পর্যন্ত চার ম্যাচে ১০ পয়েন্ট অর্জন করেছে শেখ রাসেলের। তবে এক ম্যাচ বেশি খেলে প্রতিপক্ষ সাইফ স্পোর্টিংয়ের পয়েন্টও সমান ১০।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।