ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

বৃষ্টির কারণে খেলা হয়নি আবাহনী-মোহামেডানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২২, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
বৃষ্টির কারণে খেলা হয়নি আবাহনী-মোহামেডানের বৃষ্টির ফলে মাঠ খেলার অনুপযুক্ত। ছবি: সংগৃহীত (ফাইল ফটো)

দিনব্যাপী বৃষ্টির ফলে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে হাইভোল্টেজ
আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং লিমিটেডের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। চলমান আসরে এদিনই প্রথমবার মুখোমুখি হওয়া কথা ছিল ঐতিহ্যবাহী দল দুটির।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে মাঠ অনুপযুক্ত হয়ে পড়ায় স্থগিত করা হয়েছে ম্যাচটি।

এই ম্যাচটি ফের কবে অনুষ্ঠিত হবে তা অবশ্য এখনও জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

লিগে ৮ ম্যাচে ৬ জয় আর ২ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। আরেএক ম্যাচ কম খেলে ৪ হার ১ জয় ও ২ ড্রয়ে মোহামেডানের পয়েন্ট মাত্র ৫। ১৩ দলের লিগে তাদের অবস্থান দশম।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।