ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ফুটবল টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ফুটবল টুর্নামেন্ট পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।  

টুর্নামেন্টে সূর্য শিখা ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন স্থানীয় ইয়াং স্টার ক্লাব।

 

টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সূর্য শিখা ক্লাবের গোলরক্ষক সাচিংনো কেরম্যা। পরে বিজয়ী, রানার আপসহ অন্যাদের পুরস্কার তুলে দেওয়া হয়।
 
পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) কুজেন্দ্র লাল ত্রিপুরা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) মোহা. আহমারউজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা প্রমুখ।

গত ১৯ ফেব্রুয়ারি থেকে নকআউট পদ্ধতিতে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এতে ১৪টি দল অংশ গ্রহণ করে।
 
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।