৩২ দল থেকে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনে কাতারকে এবার সমর্থন দিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে আগামী জুনে প্যারিসে ফিফার কংগ্রেসে এটি নিয়ে পূর্ণ সিদ্ধান্ত হবে।
এই তালিকায় বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নামও ছিল। তবে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো না বলে এই দেশগুলোকে হয়তো বিবেচনা করা হচ্ছে না।
এর আগে ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে ৪৮ দলের আসরের ব্যাপারে নিশ্চিত করা হয়। তবে এবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তার আগেই নতুন ফরম্যাটটি বাস্তবায়ন করতে চাইছেন।
ফিফা প্রেসিডেন্ট এ ব্যাপারে বলেন, ‘২০২২ কাতার বিশ্বকাপে ৪৮ দল “সম্ভব” হলে ব্যাপারটি দারুণ হবে। এটা যদি নাও হয়, তবুও ভালো। ’
এদিকে কাতার বিশ্বকাপের সুপ্রিম কমিটি জানিয়েছে, নতুন প্রস্তাবনা নিয়ে তারা ফিফার সঙ্গে কাজ করতে প্রস্তুত।
সুপ্রিম কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা ২০২২ সালের বিশ্বকাপেই ৪৮ দল নিয়ে কাজ করার ব্যাপারে আলোচনা করছি। এটি আসলে গত গত রাশিয়া বিশ্বকাপের পর থেকেই আলোচনার টেবিলে রয়েছে। ’
৯ বছর আগে কাতারকে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজকের দায়িত্ব দেওয়া হয়। ফলে প্রথমবারের মতো কোনো আরব দেশ ফুটবলের এই বিশ্বযজ্ঞের দায়িত্ব পেল।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৯
এমএমএস