ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ফুটবল

ফিলিস্তিনের সঙ্গে লড়াই করে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
ফিলিস্তিনের সঙ্গে লড়াই করে বাংলাদেশের হার ছবি: সংগৃহীত

জেমি ডে’র হাত ধরে বাংলাদেশ ফুটবল যে, নতুন দিগন্তের দিকে ছুটছে তা আরও একবার প্রমাণ হলো বাহরাইনে। পরিসংখ্যান বলবে টানা দুই ম্যাচে হেরে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে থেকে বাংলাদেশের বিদায়। তবে এই দুই ম্যাচে যোজন যোজন এগিয়ে থাকা স্বাগতিক দল ও ফিলিস্তিনের বিপক্ষে লড়াই করেই হেরেছে লাল-সবুজরা।

সর্বশেষ বাংলাদেশ থেকে (১৯২) ফিফা র‌্যাংকিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরেছে জেমি ডে’র শিষ্যরা। ম্যাচের ২২ মিনিটে ফিলিস্তিনের হানি আব্দুল্লাহ দূরপাল্লার শটে দলকে লিড পাইয়ে দেন।

তবে খেলার দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ করেও জয় তুলে নিতে পারেনি।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আগামী মঙ্গলবার (২৬ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে লাল-সবুজরা।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ২৪ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।