ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ফুটবল

এবার স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালো ‘বার্সেলোনা’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এবার স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালো ‘বার্সেলোনা’ ছবি: বার্সেলোনার ফেসবুক পেজ থেকে নেওয়া

মহান স্বাধীনতা দিবসে এবার বিশ্ব সেরা ক্লাব বার্সেলোনাও বাংলাদেশকে শুভেচ্ছা জানালো। ২৬ মার্চ (মঙ্গলবার) বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করে।

বাংলাদেশের পতাকা আঁকা একটি ছবির সঙ্গে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও ফিলিপে কৌতিনহোদের উল্লাস করতে দেখা যায়। ছবিতে খেলা ছিল, আমাদের সকল বাংলাদেশি সমর্থকদের প্রতি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

ছবির ওপরে ক্যাপশনে বাংলাদেশের পতাকা ও দুটি ‘হার্ট’ এর ইমোজি ছিল।

এই পোস্টের কমেন্টে হাজারো সমর্থক বার্সেলোনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে স্পেনের পেশাদার ফুটবল লিগ- লা লিগা। দিনটি উপলক্ষে লা লিগা তার নিজস্ব ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।