তুর্কির সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে জানা যায়, আলানায়ার সাউদার্ন কোস্টাল টাউনে বাসটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
সুরালের সতীর্থদের মধ্যে পাপে সিসাই ও স্টেভেন কোলকার হালকা চোট পাওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনার পর এক টুইটে আলানায়াসপোর জানায়, ‘ডাক্তারদের সকল প্রচেষ্টার পরও আমাদের চেক ফুটবলার ইয়োসেফ সুরালকে বাঁচানো গেল না। যেখানে ৭জন ফুটবলারকে নিয়ে ভিআইপি সেই ভ্যান দুর্ঘটনার শিকার হয়। ’
জাতীয় দলের হয়ে ২০১৩ সালে অভিষেক হওয়া সুরাল মোট ২০টি ম্যাচ খেলেছেন। তার একমাত্র গোলটিতে চেকরা ইউরো ২০১৬ বাছাইপর্বে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারায়।
এ বছরের জানুয়ারিতেই নিজ দেশের ক্লাব এসি স্পার্তা প্রাহা থেকে তার্কিশ ক্লাব আলানায়াপোরে যোগ দেন সুরাল। যেখানে ৯টি ম্যাচে এক গোল করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল, ২০১৯
এমএমএস