বৃহস্পতিবার (৯ মে) ঘরের মাঠ নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ শেখ জামালও বেশ কিছু ধারালো আক্রমণ শানিয়েছে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও এগিয়ে যেতে পারত বসুন্ধরা। কিন্তু মতিন মিয়ার শট শেখ জামালের গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৫১তম মিনিটে সলোমন কিংয়ের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শট লক্ষ্যভেদ করে শেখ জামালকে সমতায় ফেরান গাম্বিয়ান স্ট্রাইকার এমিল স্যাম্বু।
শেখ জামালের সমতায় ফেরার স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৬ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন বসুন্ধরার মতিন মিয়া। ৫৭তম মিনিটে ইমন মাহমুদের চিপে হেড করে লক্ষ্যভেদ করার ৬ মিনিট পর কলিন্দ্রেসের পাস থেকে দুর্দান্ত শটে ম্যাচের স্কোরলাইন ৩-১ করেন তিনি।
১৩ ম্যাচে ১২ জয় ও ১ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। অন্যদিকে ১৩ ম্যাচে ৩ জয়, ৫ হার ও ৫ ড্রয়ে অষ্টম স্থানে শেখ জামাল।
এদিকে দিনের আরেক ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে আছে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে ষষ্ঠ স্থানে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট ১৫।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এমএইচএম