বৃহস্পতিবার (১৬ মে) কাতালান সরকারের চলতি বছরের পুরস্কারটি দেওয়া হয় ২৮ ব্যক্তি ও ১৫ প্রতিষ্ঠানকে। যার মধ্যে মেসিও একজন।
মূলত বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কারটি দিয়ে থাকেন কাতালান সরকার। কাতালান ক্লাব বার্সেলোনার হয়ে অসামান্য অবদান রাখার জন্য আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসিকে পুরস্কারটি দেওয়া হয়েছে।
১৯৮১ সাল থেকে নিয়মিত পুরস্কারটি দিয়ে আসছে কাতালান সরকার। মেসির হাতে পুরস্কার তুলে দেন কাতালান প্রেসিডেন্ট কুইম তোরা। সিসিআইবি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বার্সার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ, ভাইস-প্রেসিডেন্ট জর্ডি কার্দোনার এবং জর্ডি মেস্ত্রে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘন্টা, মে ১৭, ২০১৯
ইউবি/এমকেএম