বৃহস্পতিবার (২৩ মে) নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসুন্ধরা। প্রথম গোল পেতে অবশ্য অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত।
এরপর ব্যবধান বাড়াতে সময় নেয়নি বসুন্ধরা। ৪৪ মিনিটে ইমন মাহমুদের কাছ থেকে পাওয়া বল জালে জড়ান বসুন্ধরার কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দুইশোবেকভ। ২-০ গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে দলটি।
বিরতির পর ম্যাচে ফেরার আভাস দেয় নোফেল। সাফল্যের দেখাও পায় তারা। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ইসমাইল বাঙ্গুরা। তবে এরপরই ম্যাচে ফেরার আশাটা শেষ করে দেয় বসুন্ধারা। ৭৪ মিনিটে দুইশোবেকভের পাস থেকে বল পেয়ে নোফেলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বসুন্ধরার ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্কোস ভিনিসিয়াস।
এই জয়ের ফলে শীর্য স্থান আরও মজবুত করলো বসুন্ধরা কিংস। ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আছে তারা।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘন্টা, মে ২৩, ২০১৯
আরএআর/এমএইচএম