ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ঢাকা আবাহনীকে রুখে দিল চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
ঢাকা আবাহনীকে রুখে দিল চট্টগ্রাম আবাহনী ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না আবাহনী লিমিটেড। চট্টগ্রাম আবাহনী ২-২ গোলে রুখে দিল ঐতিহ্যবাহী দলটিকে। বুধবার (২৪ জুলাই) বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় মুখোমুখি হয় দু’দল। ম্যাচের প্রথমার্ধ অবশ্য কোনো দলই গোল করতে পারেনি।

বিরতির পর ৬৩ মিনিটে এগিয়ে যায় আবাহনী। গোলটি করেন মোহাম্মদ মামুন মিয়া।

তবে ৭৫ মিনিটে পেনাল্টি গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। দলের হয়ে ড্যানিয়েল টাগোয়ে গোলের দেখা পান।

৮০ মিনিটে ফের লিড নেয় ঢাকা আবাহনী। এবার নাবিব নেওয়াজ জীবনের গোলে এগিয়ে যায় দলটি। কিন্তু নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে চট্টগ্রাম আবাহনীর হয়ে এনকোওচা চিগোসু গোল করলে জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় ঢাকা আবাহনীর।

২৩ ম্যাচে ১৮ জয়, এক ড্র ও চার হারে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে ঢাকা আবাহনী। ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিং। বসুন্ধরা লিগে নিজেদের শেষ তিন ম্যাচের একটিতে জিতলেই চ্যাম্পিয়ন হবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।