গত মৌসুমের পর প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় আলভেসের। এরপর সাময়িক বেকার হয়ে যান ৩৬ বছর বয়সী রাইট ব্যাক।
ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ক্লাব ও দেশের হয়ে ৪০টি শিরোপা জিতেছেন আলভেস। সেটাই সাও পাওলো তাদের ওয়েবসাইটে জানিয়েছে এভাবে, ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা জয়ী ফুটবলারের সঙ্গে চুক্তি হয়েছে। ’
২০০২ সালের পর আর কখনও ব্রাজিলের কোনো ক্লাবের হয়ে খেলেননি আলভেস। ২০০২ সালে স্বদেশী ক্লাব বাহিয়া ছেড়ে তিনি যোগ দেন স্প্যানিশ ক্লাব সেভিয়া’য়। সেখান থেকে বার্সেলোনা, জুভেন্টাস হয়ে ঠিকানা গাড়েন ফরাসি ক্লাব পিএসজি’তে। এবার ইউরোপ অধ্যায়ের ১৭ বছর পর পুনরায় ব্রাজিলে ফিরলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
ইউবি