ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ছয় মাসের জন্য মাঠের বাইরে লেরয় সানে! 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, আগস্ট ১০, ২০১৯
ছয় মাসের জন্য মাঠের বাইরে লেরয় সানে!  লেরয় সানে: ছবি-সংগৃহীত

২০১৯-২০ মৌসুমের হয়তো পুরোটা সময় দর্শক হয়ে কাটাতে হবে লেরয় সানেকে। ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন জার্মান উইঙ্গার। ম্যানচেস্টার সিটি জানিয়েছে, ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে ২৩ বছর বয়সী তারকার।

রোববার (০৮ আগস্ট) কমিউনিটি শিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন সানে। পরীক্ষার পর জানা যায়, লিগামেন্ট ছিঁড়ে গেছে ম্যানসিটি উইঙ্গারের।

আগামী সপ্তাহে বার্সেলোনার র্যামন কুগেত ক্লিনিকে তার সার্জারি হবে।

সানের চোট নিয়ে সিটিজেন কোচ পেপ গার্দিওলা বলেন, ‘সাধারত এই ধরনের চোট থেকে সেরে উঠতে ছয় থেকে সাত মাস লাগে। আশা করি, ফেব্রুয়ারি বা মার্চে সে ফিরতে পারবে। এটা আমাদের জন্য খুবই খারাপ সংবাদ। ’

সানের আগে চোটে পড়েছেন আরো দুই ম্যানচেস্টার সিটি তারকা। বেঞ্জামিন মেন্দি এবং ইলকি গুন্দোগানের পর এবার বড় ধরনের চোটে পড়লেন সানে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।