ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০১, আগস্ট ২৫, ২০১৯
পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ ম্যাচ ড্র হওয়ায় হতাশ জিদান শিষ্য, ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবল লিগে হোঁচট খেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ভায়াদোলিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছেন জিনেদিন জিদানের শিষ্যরা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখিয়ে খেলতে থাকে রিয়াল। গ্যারেথ বেল-করিম বেনজেমারা একের পর এক আক্রমণ চালিয়েও প্রধমার্ধে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেননি।

বিরতির পরও ভায়াদোলিদের রক্ষণভাগে আক্রমণ চালিয়ে যায় স্বাগতিক দল। ৬৯ মিনিটে গ্যালাকটিকোদের হয়ে ইয়োভিচের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। নিশ্চিত গোলবঞ্চিত হয় রিয়াল।

৮২ মিনিটে শেষ পর্যন্ত গোলের দেখা পান স্বাগতিকরা। পেনাল্টি ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের কোনাকুনি দারুণ এক শটে বল ঝালে পাঠান রিয়ালের ফরাসি স্ট্রাইকার বেনজেমা।

ম্যাচের শেষ ভাগে এসে গোল পরিশোধ করে দেয় ভায়াদোলিদ। মাঝমাঠ থেকে অস্কার প্লানোর বাড়ানো বল থিবো কর্তোয়াকে ফাঁকি দিয়ে রিয়ালের জালে পাঠান গার্দিওলা।

এরপর বাকিটা সময় আর কেউ গোল আদায় করতে না পারলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দু’দলকে।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
আরএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।