রাফিনহা: ছবি-সংগৃহীত
ইউরোপ ফুটবলের গ্রীষ্ম মৌসুমের ট্রান্সফার উইন্ডোজের পর্দা নেমেছে সোমবার (০২ সেপ্টেম্বর)। শেষ দিনে বড় চমক ছিল ইকার্দির ইন্টার মিলান থেকে ধারে পিএসজিতে যাওয়া। এছাড়া মেখিতারিয়ান-লরেন্তেদের মতো তারকারাও ক্লাব বদল করেছেন। চমক না হলেও ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহাকে দ্বিতীয়বারের মতো ধারে সেল্টা ভিগোয় পাঠিয়েছে বার্সেলোনা।
রাফিনহাকে ধারে স্প্যানিশ ক্লাব সেল্টায় পাঠানোর খবরটি নিশ্চিত করেছে কাতালানরা। এই নিয়ে দ্বিতীয়বার আবাঙ্কা-ব্যালাইদোসে গেলেন ২৬ বছর বয়সী তারকা।
এর আগে ২০১৩-১৪ মৌসুম সেল্টাতে কাটিয়ে তিনি আবার ফিরে আসেন ক্যাম্প ন্যুয়ে। সেখান থেকে ২০১৮ সালে ধারে চলে যান ইন্টার মিলানে।
ধারে পাঠালেও অবশ্য রাফিনহার সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। ২০২০-২১ মৌসুম পযর্ন্ত লা লিগা চ্যাম্পিয়নদের খেলোয়াড় থাকবেন ব্রাজিলিয়ান তারকা।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
ইউবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।