দুর্দান্ত এই জয়ের পর উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি পরের ম্যাচের ভাবনাটাও জানালেন টুখেল। যেখানে আগে থেকে একটু দুশ্চিন্তাও ভর করেছে তার কপালে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রিয়ালের বিপক্ষে ম্যাচটিতে নেইমার ছিলেন না নিষেধাজ্ঞার কারণে। এমবাপ্পের না থাকার কারণ চোট। ছিলেন না আরেক ফরোয়ার্ড এডিনসন কাভানি। দলের তিন ফরোয়ার্ডের বদলে পিএসজির আক্রমণভাগ সামলেছেন ডি মারিয়া-মাউরো ইকার্দিরা। তাতেই ভেঙে চুরমার লস ব্লাঙ্কোসদের রক্ষণ দেয়াল।
ডি মারিয়া-টমাস মুনিয়েররা যা করে দেখিয়েছেন তা যেন নেইমার-এমবাপ্পেরাও পরের ম্যাচগুলোতে করতে পারে তা স্মরণ করিয়ে দিয়েছেন টুখেল। দুই তারকা পার্ক দে প্রিন্সেসে স্ট্যান্ডে বসে পিএসজির জয় দেখেছে এবং তারা যেন ফিরে এসে এমন জয় এনে দিতে পারে তার জন্য বার্তা পাঠিয়েছেন টুখেল।
পিএসজি কোন নেইমার-এমবাপ্পেকে দিয়েছেন সাবধানবাণী। টুখেল বলেন, ‘এমবাপ্পে এবং নেইমার ম্যাচটি দেখেছে, তাদেরকে তাই করতে হবে অন্যরা যা করে দেখিয়েছে। ’
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
ইউবি