.
বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে কাতারের মুখোমুখি হওয়ার আগে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষই ভুটান। রোববার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ দুটি। ফিফা র্যাংকিংয়ে ভূটান ও বাংলাদেশের অবস্থান প্রায় কাছাকাছি।
সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৭তম স্থানে। আর দুই ধাপ এগিয়ে ১৮৫তম স্থানে ভুটান।
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগামী ১০ অক্টোবর কাতারের বিপক্ষে মাঠে নামবে জেমি ডে’র শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
আরএআর/এমএইচএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।