বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দু’দল। প্রথমমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে।
৬৭ মিনিটে পেনাল্টি গোলে ঢাকা আবাহনীকে এগিয়ে দেন নাইমুর রাহা ইমন। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে চেষ্টা চালায় চট্টগ্রাম আবাহনী। শেষ দিকে ৮৬ মিনিটে রাসেল উদ্দিনের গোলে সমতায় ফেরে বন্দরন গরীর দলটি।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানের সমতায় শেষ হলে ম্যাচের ফলাফল নির্ধরণে টাইব্রেকারের সাহায্য নিতে হয়। অবশেষে টাইব্রেকারে ঢাকা আবাহনীকে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
আরএআর/ইউবি