ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইয়েমেনের কাছে হেরে গেলো বাংলাদেশের কিশোররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
ইয়েমেনের কাছে হেরে গেলো বাংলাদেশের কিশোররা

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের শেষ ম্যাচে ইয়েমেনের কাছে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে ইয়েমেন।

কাতারের অ্যাস্পার ডোম স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ভালোই লড়াই করে বাংলাদেশ। প্রথমার্ধে ইয়েমেনকে নিজেদের রক্ষণভাগ ভাঙতে দেয়নি লাল-সবুজের দলটি।

ফলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।
 
বিরতির পর ৬৪ মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় ইয়েমেন। পেনাল্টি ডি-বক্সের ভেতর থেকে বাম পায়ের দারুণ ফিনিশিংয়ে গোল করেন মোহাম্মদ আলী।
 
৭২ মিনিটে কর্নার থেকে গোল দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন হামজা মাহরুজ। ৭৮ মিনিটে ওয়ান টু ওয়ান ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন হামজা।
 
ম্যাচের শেষ দিকে একটি গোলের সুযোগ নষ্ট করে ইয়েমেন। পেনাল্টি শট ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। ফলে ৩-০ গোলের পরাজয় নিয়ে এএফসির বাছাইপর্ব শেষ করে বাংলাদেশ।
 
বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
আরএআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।