ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রেকর্ড গড়ার ম্যাচে চেলসিকে হারালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
রেকর্ড গড়ার ম্যাচে চেলসিকে হারালো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে সময়টা ভালোই যাচ্ছে লিভারপুলের। এবারের মৌসুমে লিগে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে অল রেডসরা। 

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে হাইভোল্টেজ ম্যাচে আরেক জায়ন্ট চেলসিকে ২-১ গোলে হারিয়ে শতভাগ জয়ের ধারা অক্ষুণ্ণ রেখেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। পাশাপাশি প্রথম কোনো দল হিসেবে প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে জয়ের রেকর্ড গড়লো লিভারপুল।

চেলসির মাঠ স্ট্যাম্পফোর্ড ব্রিজে ম্যাচের ১৪ মিনিটে মাথায় এগিয়ে যায় লিভারপুল। পেনাল্টি ডি বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি-কিক পায় অতিথি দলটি। মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে হালকা টোকা দিয়ে বল সাইডে ঠেলে দেন। সেটা ডান পায়ের দারুণ শটে বল জালে পাঠান আলেকজ্যান্ডা আর্নল্ড।

২৭ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় চেলসি। আসপিলিকুয়েতা জালের ঠিকানা খুঁজেও পান। কিন্তু আক্রমণের শুরুতেই ম্যাসন মাউন্ট অফ-সাইডে থাকায় ভিডিও অ্যাসিসট্যান্স রেফারি সহায়তায় গোলটি বাতিল করা হয়।

এরপরই ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অল রেডস শিবির। পেনাল্টি বক্সের বাইরে বাম পাশে ফ্রি-কিক থেকে পাওয়ার ক্রস হেড দিয়ে গোল করেন রাবার্তো ফিরমিনো।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে চেলসি। ৭১ মিনিটে পেনাল্টি ডি-বক্সের ভেতরে ডিফেন্ডারে জটলার মধ্য দিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এনগোলো কন্তে।

৮০ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় চেলসি। কিন্তু লিভারপুলের গোলরক্ষকের কল্যাণে গোলবঞ্চিত হয় স্বাগতিকরা। এরপর বাকিটা সময় চেলসি আর সমতায় ফিরতে না পারলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ক্লপের দল।

ছয় ম্যাচের সব গুলোতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে লিভারপুল।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
আরএআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।