সুদানের জাতীয় দলের কোচ ড্রাভকো লুগারিসিচ দাবি করেছেন, ফিফা ‘দ্য বেস্ট’-এর জন্য প্রথম পছন্দ হিসেবে তিনি ভোট দিয়েছেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে। কিন্তু ফিফার প্রকাশিত ভোটারদের তালিকায় তিনি দেখেন, প্রথম পছন্দ হিসেবে তার ভোটটিতে লেখা মেসির নাম।
যার ফলে কারচুপির অভিযোগ এনে ড্রাভকো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই তালিকাটি পোস্ট করেছেন।
কেবল সুদানের কোচ নন, ফিফার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে মিশরের জাতীয় দলের অধিনায়ক আহমদ এল মোহাম্মদি জানিয়েছেন, তিনিও প্রথম পছন্দ হিসেবে ভোট দিয়েছেন সতীর্থ সালাহকে। কিন্তু তার ভোটটি নিবন্ধিত হয়নি। মিশরের অলিম্পিক কোচও একই অভিযোগ করেছেন।
তবে সালাহ বর্ষসেরার জন্য মনোনীত সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না। মেসি-রোনালদোর সঙ্গে তিনজনের তালিকায় ছিলেন তার লিভারপুল সতীর্থ ফন ডাইক। অনেকে মনে করেছিলেন ডাচ ডিফেন্ডারের হাতে ওঠবে ফিফা দ্য বেস্ট। এর আগে উয়েফার সেরা হয়েছেন তিনি। কিন্তু শেষ পযর্ন্ত সবাইকে অবাক করে দিয়ে বর্ষসেরা নির্বাচিত হন মেসি।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
ইউবি