রোনালদোকে লাল কার্ড দেখানোতে সামান্য ক্ষিপ্ত হয়ে দেম্বেলে রেফারি মিগুয়েল লাহোজকে বলেন ‘খুব খারাপ, তুমি খুব খারাপ। ’ সেই সঙ্গে হাত দেখিয়ে কিছু একটা প্রকাশও করেন তিনি।
ফরাসি তারকাকে বাঁচাতে সব চেষ্টাই করেছিলেন বার্সা অধিনায়ক। এমনকি স্প্যানিশ ভাষায় দেম্বেলেকে অল্প তিরস্কারও করেন। আর্জেন্টাইন তারকা লাহোজকে বোঝান যে, দেম্বেলে ভালো স্প্যানিশ জানে না। সে কেবল রেফারিকে ‘খারাপ’ সম্বোধন করেছে, এমনটাই বোঝান মেসি।
কেবল মেসি নয়, দেম্বেলেকে লাল কার্ড থেকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেন জেরার্ড পিকেও। তিনিও জানান যে, লাহোজকে ফরাসি ফরোয়ার্ড শুধু ‘খুব খারাপ’ বলেছেন। অন্যকিছু বলেননি। কিন্তু লাহোজ নাকি অনড় ছিলেন, দেম্বেলে কাতালান ভাষায় বারবার তারচেয়েও খারাপ কিছু বলেছেন।
দেম্বেলে কত ম্যাচের জন্য বাদ পড়লেন তা এখনো জানা যায়নি। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে খেলা এখন ঝুঁকির মুখে ২২ বছর বয়সী তারকার।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
ইউবি/এমএমএস