বুধবার (০৯ অক্টোবর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা মুখোমুখি হয় স্বাগতিক দল ও বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের প্রথম থেকেই দারুণ খেলা বাংলাদেশ ২০ মিনিটে লিড নেয়।
এর আগে ২০১৭ সালে প্রথম আসরে শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। তবে ২০১৮ সালের দ্বিতীয় আসরে ভারতের কাছে হেরেই রানার্সআপ হয়েছিল লাল-সবুজের দল। তাই এবারের দারুণ এই জয় হারানো মুকুট ফিরে পেতে সাহায্য করবে।
শুক্রবার (১২ অক্টোবর) বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে। নেপাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের কাছে ৪-১ গোলে হেরে এবারের আসর শুরু করেছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এমএমএস