ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

নিয়মরক্ষার ম্যাচে ড্র করলো বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
নিয়মরক্ষার ম্যাচে ড্র করলো বাংলাদেশ-ভারত ছবি-সংগৃহীত

ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গেছে। যার কারণে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্বে নিয়মরক্ষার হয়ে দাঁড়ায় বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি। সেই লড়াইয়ে পিছিয়ে পড়েও ১-১ ব্যবধানে ড্র করেছে লাল-সবুজের মেয়েরা। 

রোববার (১৩ অক্টোবর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে ম্যাচের ২৪  মিনিটে আমিশার গোলে এগিয়ে যায় ভারত। তবে এর দুই মিনিট পরেই বাংলাদেশকে সমতায় ফেরায় স্বপ্না রানি।

 

চার দলের এই টুর্নামেন্টে সমান ৭ পয়েন্ট নিয়ে ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। দুই দলই প্রাথমিক পর্বে জয় পেয়েছে ২ ম্যাচে। ড্র করেছে ১ ম্যাচ। মঙ্গলবার (১৫ অক্টোবর) শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে দু’দল।  

এর আগে ২০১৭ সালে প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের মেয়েরা। তবে ২০১৮ সালের দ্বিতীয় আসরে প্রতিশোধ নেয় ভারত। বাংলাদশকে হারিয়ে শিরোপা জিতে তারা।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।