ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কাজাখাস্তানকে সহজে হারালো বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
কাজাখাস্তানকে সহজে হারালো বেলজিয়াম ছবি-সংগৃহীত

সান মারিনোকে ৯-০ গোলে বিধ্বস্ত করে প্রথম দল হিসেবে ২০২০ ইউরো বাছাইপর্বে জায়গা করে নেয় বেলজিয়াম। এবার নিয়ম রক্ষার ম্যাচে রবার্তো মার্তিনেজের শিষ্যরা ২-০ ব্যবধানে হারিয়েছে কাজাখাস্তানকে। 

রোববার (১৩ অক্টোবর) ইউরো বাছাইপর্বের ‘আই’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ আস্তানা অ্যারেনায় বেলজিয়ামকে স্বাগত জানায় কাজাখাস্তান। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইডেন হ্যাজার্ডরা।

 

২১ মিনিটে ড্যানিস প্রায়েতের পাস থেকে বেলজিয়ামকে এগিয়ে দেন চেলসি ফরোয়ার্ড মিশি বাতশুয়ায়ি। ৫৩ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা হ্যাজার্ডের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজি ফরোয়ার্ড থমাস মুনিয়ের। ম্যাচের বাকি সময় এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ফিফা র‌্যাকিংয়ে শীর্ষে থাকা দলটি।

এই জয়ে ‘আই’ গ্রুপে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বেলজিয়াম। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চারে কাজাখাস্তান।  

বাংলাদেশ সময়: ২১০৯, অক্টোবর ১৩, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।