ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে আত্মবিশ্বাসের কমতি নেই। অনুশীলনেও কোনো রকম ঘাটতি রাখেননি তারা।
তিনি বলেন, ‘দুই দলের খেলোয়াড়রাই অধীর আগ্রহে নিয়ে ম্যাচটির জন্য অপেক্ষা করছে। এটা বড় একটা ম্যাচ। ভারতের বিরুদ্ধে তাদের সমর্থকের সামনে খেলতে মুখিয়ে আছি। আমি ভারতের হৃদয় ভেঙে দিতে চাই। আমাদের ওপর কোনো ধরনের চাপ নেই। চাপ সব ভারতের ওপর। নিজেদের মাঠে খেলবে ওরা। ’
ফুটবলারদের নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে বলেছেন অধিনায়ক। জামাল ভূঁইয়ার বলেন, ‘সতীর্থদের আমি শুধু বলতে চাই, মাঠে গিয়ে খেলাটা উপভোগ করো। এত দর্শকের সামনে তোমরা খেলার সুযোগ খুব কমই পাবে। শুধু মাঠে গিয়ে, মুহূর্তটা উপভোগ করো। ভারতের মতো ভালো একটি দলের বিপক্ষে জয় পেতে চাই। ’
ভারতের সল্টলেক স্টেডিয়ামে (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন) মঙ্গলবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
আরএআর/ইউবি