ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিৎ: এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিৎ: এমবাপ্পে মেসি ও এমবাপ্পে

ডিসেম্বর বেশি দূরে নয়। আর কয়দিন পর ঘোষণা করা হবে ফুটবলে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর। তার জন্য ইতোমধ্যে ফুটবল বিশ্বে শুরু হয়ে গেছে মর্যাদাপূর্ণ পুরস্কারটি কার হাতে ওঠবে, তা নিয়ে আলোচনা। তবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এগিয়ে রাখছেন লিওনেল মেসিকেই। ফরাসি তারকা মনে করেন ২০১৯ ব্যালন ডি’অর মেসির প্রাপ্য।

মেসি-এমবাপ্পে উভয়ে আছেন ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায়। ফুটবল বিশ্বের মর্যাদাপুর্ণ এই পুরস্কার ঘোষণা করা হবে ডিসেম্বরে, প্যারিসে।

 

গত সেপ্টেম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইককে পেছনে ফেলে মেসির হাতে ওঠেছে ফিফা দ্য বেস্ট’র পুরস্কার। তার আগে চলতি বছরের আগস্টে লিভারপুলের ডাচ ডিফেন্ডার ফন ডাইক হয়েছেন উয়েফা বর্ষসেরা। দুই পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তিনজনের তালিকায় ছিলেন রোনালদো, মেসি ও ফন ডাইক। কিন্তু চলতি বছর এখনো খালি হাতে রয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার।

ব্যালন ডি’অরের জন্য এবারও ফেবারিটদের তালিকায় আছেন এই তিনজন। তবে এমবাপ্পে মনে করেন, বার্সেলোনা অধিনায়ক মেসিরই গোল্ডেন বুট জেতা উচিৎ। জার্মানভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ডের স্পেগেলকে ২০ বছর বয়সী পিএসজি তারকা বলেন, ‘মেসি। স্বতন্ত্রভাবে, তিনিই বছরের সেরা ছিলেন। ’ 

গত বছর লুকা মদরিচ ব্যালন ডি’অর জয়ের আগে গত এক দশক সর্বোচ্চ পাঁচবার করে ব্যালন ডি’অর ভাগাভাগি করেছেন রোনালদো-মেসি। তবে গত বছর তালিকায় পঞ্চম স্থানে ছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড। এই সিদ্ধান্তের জন্য সমালোচনাও শুনতে হয়েছে ব্যালন ডি’অর কমিটিকে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।