এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথম লিড পায় অতিথি দলটি। ৩৬ মিনিটে কর্নার থেকে বল বিপদমুক্ত করতে পারেননি আর্সেনালের ডিফেন্ডার।
পিছিয়ে পড়া আর্সেনাল ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ৪১ মিনিটে। আউবামেয়াংয়ের ক্রস থেকে জোসেপ উইলক হেড দিলে তা ফিরিয়ে দেন ব্রাইটন গোলরক্ষক রিয়ান। দ্বিতীয়ার্ধের শুরুতে ঠিকই সমতায় ফেরে স্বাগতিকরা। ৫০ মিনিটে মেসুত ওজিলের কর্নার থেকে হেড গোল করে আর্সেনালকে ১-১ গোলে সমতায় ফেরান লাকাজাত।
৬৩ মিনিটে ওজিলের ফ্রি-কিক থেকে বল জালের ঠিকানা খুঁজে পান আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দেভিদ লুইজ। তবে, পরে ভিডিও রেফারির সহযোগিতায় অফ-সাইডের কারণে গোলটি বাতিল করা হয়।
৮০ মিনিটে আর্সেনালের বিপক্ষে আবারও এগিয়ে যায় ব্রাইটন। অ্যারোন মোয়ের ক্রস থেকে দারুণ হেডে আর্সেনালের গোলরক্ষককে পরাস্ত করেন নিল মাউপে।
বাকিটা সময় গোল শোধে ব্যর্থ হলে শেষ পর্যন্ত ২-১ গোলের পরাজয়ে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় আর্সেনালের। ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল পয়েন্ট তালিকার ১০ম স্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
আরএআর/এএটি