২০১৫/১৬ মৌসুমে ভার্ডির হাত ধরেই রূপকথার গল্প লিখে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছিল লেস্টার। চলতি মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের অন্যতম দাবিদারও হয়ে উঠেছে তারা।
চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসেছেন তিনি। তার মধ্যে নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙার পথে ভার্ডি। ২০১৫ সালে লেস্টার যেবার শিরোপা জিতেছিল সেবার টানা ১১ ম্যাচে গোল করেছিলেন তিনি। এরপর আর কেউ তার এই রেকর্ড ভাঙতে পারেনি। যার ফলে ভার্ডি যেন নিজেই ভাঙতে চলেছেন নিজের গড়া রেকর্ড। চলতি মৌসুমে ইতোমধ্যে টানা ৮ ম্যাচে গোল পেয়েছেন তিনি।
রোববার (০৮ ডিসেম্বর) অ্যাস্টন ভিলার মাঠে ভার্ডির জোড়া গোলে ৪-১ ব্যবধানে জিতেছে ব্র্যান্ডন রজার্সের দল। আর তাতেই টানা আট ম্যাচে গোল করার কৃতিত্ব গড়েন তিনি।
দুর্দান্ত এই জয়ে লেস্টারও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
ইউবি/এমএমএস