ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এএফসি কাপে বসুন্ধরার প্রতিপক্ষ চেন্নাই ও টিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এএফসি কাপে বসুন্ধরার প্রতিপক্ষ চেন্নাই ও টিসি ফাইল ফটো

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলতে যাচ্ছে এএফসি কাপে। ২০২০ এএফসি কাপের অনুষ্ঠিত ড্র’তে বসুন্ধরা কিংস পড়েছে সাউথ জোন ‘ই’ গ্রুপে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠিত হয়। বসুন্ধরা কিংস সরাসরি খেলবে এএফসি কাপের গ্রুপ পর্বে।

বসুন্ধরার প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারতের আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাইন সিটি এফসি, মালদ্বীপের দিবেহী প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন টিসি স্পোর্টস। এছাড়া, দক্ষিণ এশিয়া জোন প্লে-অফ থেকে উঠে আসা আরেকটি দলকে পাবে বসুন্ধরা।

ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে ঢাকা আবাহনী খেলবে প্লে-অফে। কোয়ালিফাই করলে আবাহনী গ্রুপ পর্বে ‘ই’ গ্রুপে বসুন্ধরা কিংসের সঙ্গী হবে। তবে, ঢাকা আবাহনী সরাসরি বাছাইপর্বের দ্বিতীয় পর্বে খেলবে।

প্লে-অফ পর্ব শুরু হবে আগামী বছর ২২ জানুয়ারি। শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

বাংলাদেশের আবাহনী ছাড়াও ভারতের ব্যাঙ্গালুরু এফসি, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিয়াকশন ক্লাব, শ্রীলঙ্কার ডিফেন্ডারর্স ফুটবল ক্লাব এবং ভুটানের পারো ফুটবল ক্লাব মাঠের লড়াইয়ে নামবে কোয়ালিফাই রাউন্ডে।

আবাহনী আগামী ৫ ফেব্রুয়ারি মালদ্বীপের মাজিয়ার বিপক্ষে প্রথম লেগ এবং ১২ ফেব্রুয়ারি ফিরতি লেগে মাঠে নামবে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।