ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

দুই ব্রাজিলিয়ান জেতালেন রিয়ালকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, ডিসেম্বর ১২, ২০১৯
দুই ব্রাজিলিয়ান জেতালেন রিয়ালকে ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বেলজিয়ামের ক্লাব ব্রুগার বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রথমবারের মতো ক্লাব ব্রুগাকে হারাল রিয়াল। ‘এ’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল।

দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোল করেছেন। অন্য গোলটি করেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ।

ব্রুগার একমাত্র গোলটি করেন ভানাকেন।

বেলজিয়ান ক্লাবটির বিপক্ষে আগের তিন দেখায় একটিতে হেরেছিল রিয়াল, ড্র হয়েছিল অন্য দুটি।

প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়ালের জালে বল পাঠিয়েছিল স্বাগতিক বেলজিয়ান ক্লাবটি। কিন্তু ভিএআর দেখে গোল দেননি রেফারি। প্রথমার্ধে গোলশূন্য থাকা ম্যাচের সবকটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।

ম্যাচের ৫৩তম মিনিটে আতিথ্য নেওয়া রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন রদ্রিগো। দুই মিনিট পরেই সমতা ফেরায় ব্রুগা। হান্স ভানাকেন গোল করে দলকে সমতায় ফেরান।

খুব বেশি সময় সমতা ধরে রাখতে পারেনি ব্রুগা। ৬৪তম মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। ব্যবধান বাড়ান রিয়ালের আরেক ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লুকা মদ্রিচ।

এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ইউরোপের সফল দল রিয়াল। দিনের অন্য ম্যাচে গালাতাসারাইকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া পিএসজি ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। ব্রুগার পয়েন্ট ৩, গালাতাসারাইয়ের ২।

বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।