ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অ্যালেনাকে ধারে বেতিসে পাঠালো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
অ্যালেনাকে ধারে বেতিসে পাঠালো বার্সা কার্লেস অ্যালেনা

২০১৯/২০ মৌসুমের দ্বিতীয়ার্ধে এস্তাদিও বেনিতো ভিয়ামারিনে দেখা যাবে যাবে কার্লেস অ্যালেনাকে। স্প্যানিশ মিডফিল্ডারকে ৬ মাসের জন্য ধারে রিয়াল বেতিসে পাঠিয়েছে বার্সেলোনা।

চুক্তিতে অ্যালেনাকে একেবারে কেনার কোনো অপশন রাখেনি কাতালানরা। সেই সঙ্গে বেতিসও ২১ বছর বয়সী তারকাকে ধারে নেওয়ার ১০০ শতাংশ বেতন পরিশোধ করে দিয়েছে।

বার্সেলোনা ধারণা করছে, আগামী মৌসুমের শুরুতে একজন পরিপূর্ণ খেলোয়াড় হয়ে ক্যাম্প ন্যুয়ে ফিরবেন লা মাসিয়া গ্রেজুয়েট অ্যালেনা।

অ্যালেনাকে পেতে চেয়েছিল গেতাফেও। তাদের অফারটিও বিবেচনায় রেখেছিল বার্সা। কারণ গেতাফে’তে আছেন অ্যালেনার বন্ধু স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। কিন্তু স্প্যানিশ মিডফিল্ডারকে শেষ পযর্ন্ত বেতিসেই পাঠিয়েছে কাতালানরা।

দ্রুতই কোচ রুবি’র দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন অ্যালেনা। হয়তো আগামী ৫ জানুয়ারি আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তার বেতিস অভিযান।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।