ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

‘চ্যাম্পিয়ন’ আবাহনীর স্বপ্ন ভেঙে সেমিতে রহমতগঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
‘চ্যাম্পিয়ন’ আবাহনীর স্বপ্ন ভেঙে সেমিতে রহমতগঞ্জ সেমিতে যাওয়ার আনন্দে মেতে ওঠেছে রহমতগঞ্জের খেলোয়াড়রা: ছবি-শোয়েব মিথুন

গত তিন আসরের ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছিল আবাহনী লিমিটেড। তবে এবার শিরোপা ধরে রাখার মিশনে ব্যর্থ আকাশী-নীলরা। টাইব্রেকারে আবাহনীর স্বপ্ন ভেঙে চলতি ফেডারেশন কাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। 

সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আবাহনী-রহমতগঞ্জ। শুরু থেকে দু’দল আক্রমণের ধার বজায় রাখলেও নির্ধারিত সময় পযর্ন্ত গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

 

অতিরিক্ত সময়ে প্রথম অর্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যায় আবাহনী। আলাভেসের লং পাস থেকে ভলিতে দলকে এগিয়ে দেন বেলফোর্ট। কিন্তু ব্যবধানটা ধরে রাখতে দেয়নি রহমতগঞ্জ। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে দ্বিতীয় অর্ধের শেষ মুহুর্তে দুর্দান্তভাবে সমতায় ফিরে তারা। এনামুল ইসলাম গাজীর হেড খুঁজে নেয় আবাহনীর জাল।  

১-১ ব্যবধানে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভাগ্য পরীক্ষায় ৪-৩ ব্যবধানে জয় নিয়ে শেষ চারের টিকেট কাটে রহমতগঞ্জ।  

ছবি: শোয়েব মিথুনআবাহনীর হয়ে টাইব্রেকারে গোল করেন নাবীব নেওয়াজ জীবন, সোহেল রানা ও নাসিরউদ্দিন চৌধুরী। বেলফোর্ট ও সানডে চিজোবার শট রুখে দেন রহমতগঞ্জ গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন।  

দিদারুল আলম, তুরায়েভ আকোবির, নাদিম মাহমুদ লিমন, আকপোপভ আসরোরোভ গোল করলে সেমিতে যাওয়ার আনন্দে মেতে ওঠে রহমতগঞ্জ।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।