পল পগবা
গোড়ালির চোটের কারণে আর্সেনালের বিপক্ষে গত ম্যাচে খেলতে পারেননি পল পগবা। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডারকে আবারও তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে জানিয়েছেন ওল্ড ট্রাফোর্ডের কোচ ওলে গানার সুলশার। চোট থেকে সারতে অপরারেশন থিয়েটারে যেতে হচ্ছে ২৬ বছর বয়সী তারকাকে।
একই চোট কাটিয়ে গত মাসে মাঠে ফিরেছিলেন পগবা। কিন্তু বেশিদিন সুলশারের স্কোয়াডে থাকতে পারেননি।
ফের চোটে পড়ায় নতুন বছরের প্রথম ম্যাচে আর্সেনালের বিপক্ষে ছিলেন না তিনি। সেই ম্যাচে গানারদের মাঠে ২-০ গোলে পরাজিত হয় রেড ডেভিলরা।
পগবার চোটের ব্যাপারে সুলশার বলেন, ‘আমরা তার চোট স্ক্যান করেছি। কিন্তু ওটা খুব জটিল কোন চোট নয়। তবে এমন এক চোট যার জন্য তা অপরারেশন করাতে হবে। ’
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
ইউবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।