এই পুরস্কার জিততে তারকা স্ট্রাইকার মানে পেছনে ফেলেন তারই লিভারপুল সতীর্থ মোহামেদ সালাহকে। মিশর ফরোয়ার্ড সালাহ অবশ্য টানা তিনবার আফ্রিকান বর্ষসেরা হওয়া থেকে বঞ্চিত হলেন।
এদিকে সেনেগালিস দ্বিতীয় ফুটবলার হিসেবে পুরস্কারটি নিজের করে নিলেন মানে। এর আগে এল হাদি দিওফ ২০০১ ও ২০০২ সালে পর পর দুবার অ্যাওয়ার্ডটি হাতে তুলেছিলেন।
বর্ষসেরা হতে মানে সর্বোচ্চ ৪৭৭ পয়েন্ট পান। দ্বিতীয় হওয়া সালাহ’র সংগ্রহে ছিল ৩২৫ পয়েন্ট। আর আলজেরিয়া ও ম্যানচেস্টার সিটি তারকা রিয়াদ মাহরেজ ২৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এমএমএস