ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইন্টারে যাচ্ছেন ইউনাইটেড অধিনায়ক ইয়ং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
ইন্টারে যাচ্ছেন ইউনাইটেড অধিনায়ক ইয়ং অ্যাশলে ইয়ং

চলতি মৌসুমের পরে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে অ্যাশলে ইয়ংয়ের। এর পরেই রেড ডেভিল অধিনায়ক যোগ দেবেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। 

৩৪ বছর বয়সী তারকা আসন্ন ট্রান্সফার উইন্ডোতে ওল্ড ট্রাফোর্ড ছাড়তে পারেন, তবে ইউনাইটেড এই পদক্ষেপে এখনও সম্মত হয়নি।

অ্যাস্টন ভিলা ছাড়ার পর ২০১১ থেকে ওল্ড ট্রাফোর্ডে আছেন ইয়ং।

রেড ডেভিলদের জার্সিতে ২৬১ ম্যাচ ম্যাচ খেলেছেন তিনি। তবে গত মঙ্গলবার কারাবায়ো কাপে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ ব্যবধানে পরাজয়ের ম্যাচে কোচ ওলে গুনার সুলশারের স্কোয়াডে ছিলেন না ইংলিশ ফুলব্যাক।

চলতি মৌসুমেই ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ইয়ংয়ের। এখন তিনি ইংল্যান্ডের বাইরে যেকোনো ক্লাবের সঙ্গে আলোচনার জন্য মুক্ত।

ইয়ং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং কারাবায়ো কাপ জিতেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০ 
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।