বেইন স্পোর্টস নামের এক ক্রীড়ামাধ্যম জানিয়েছে, জাভি নিশ্চিতভাবে বার্সার রাজত্ব কাজের দায়িত্ব নিবেন এবং তা বিবরণ প্রকাশের বিষয় মাত্র।
ডাইয়ারিও স্পোর্ট এক স্প্যানিশ রেডিও এবং কাদেনা কোপ নামের স্প্যানিশ ক্রীড়ামাধ্যম জানিয়েছে, আল-সাদ জাভির পথ আটকাবে না।
কাদেনা কোপ আরও জানায়, জাভি বার্সা ছাড়াও প্যারিস সেন্ট জার্মেইয়ের কোচ হওয়ার দৌঁড়ে আছেন। পিএসজি তাদের কোচ টমাস টুখেলকে ছাঁটাইয়ের চিন্তা-ভাবনা করছে।
আর ডাইয়ারিও স্পোর্ট জানায়, জাভির প্রতিনিধি সৌদি আরবে গিয়েছে বার্সেলোনার সঙ্গে চুক্তির কাগজপত্র নিয়ে।
২০১৫ সালে বার্সা ও স্পেনের হয়ে সব শিরোপা জয়ের এক রাজকীয় অধ্যায় শেষে কাতারের ক্লাব আল-সাদে যোগ দেন জাভি। এরপর সেখানেই বুটজোড়া তুলে রেখে ক্লাবটির কোচের দায়িত্ব নেন এই স্প্যানিশ কিংবদন্তি মিডফিল্ডার।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
ইউবি